Friday, September 4, 2015

সাপের বিষের প্রতিশোধক "এন্টি ভেনম"

সাপের বিষের প্রতিশোধক "এন্টি ভেনম" ভীত না হয়ে আক্রান্ত রোগীকে নিয়ে চিকিৎসকের শরনাপন্ন হোন।
-------------------------------
একটা সময় ছিল যখন বিষাক্ত সাপের কামড় মানে ছিল নির্ঘাত মৃত্যু; কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা সাপের কামড়ে মানুষের মৃত্যুহার অনেকাংশে কমেছে।সময়ের সাথে সাথে আবিষ্কার হয়েছে "এন্টি ভেনম"
সাপের কামড়ের সনাতন চিকিৎসা ঝাড়ফুঁক ওঝা,দুধ ও গোবর থেকে দূরে থাকুন।

Wednesday, August 19, 2015

চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা

আজ দুপুরে চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানের আগে মেয়র মির্জা রেজাউল করিম দুলাল-এর সাথে সংবাদকর্মীরা।

Tuesday, August 18, 2015

বিল বাঁচলে অামরা বাঁচবো‬


​কৃষি ও মৎস্য আহরণই "চলনবিল" অঞ্চলের মানুষের মূল পেশা। তবে তাদের অধিকাংশই শুধু শ্রম বিক্রেতা। "চলনবিল" অঞ্চল সবদিক থেকে পশ্চাৎপদ। যেমন: শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি। শিক্ষার হার খুবই কম। এছাড়া প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার, মাতৃ ও শিশু মৃত্যুর হার সর্বোচ্চ এখানে। উন্নত চিকিৎসাসেবা দুষ্প্রাপ্য। বর্ষার প্লাবনের সময়ে কোন কর্মসংস্থান থাকে না, রেনু মাছ নিধন করে চলে কিছু মানুষের জীবন-জীবিকা। এই "চলনবিল"কে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে বিলের মৎস্য সম্পদ, প্রাকৃতিক প্রাণীকুলকেও আর সে জন্য জাগাতে হবে "চলনবিলে"র মানুষকে। "চলনবিল" এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ব্যাবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। "বিল" উন্নয়ন এবং এর প্রাকৃতিক পরিবেশ সহায়ক একটি সামগ্রিক পরিকল্পনা গ্রহণ ও কার্যকর করার কোন উদ্যোগ প্রকৃতপক্ষে আজও নেয়া হয়নি। তাই "চলনবিল" উন্নয়ন বোর্ড গঠন করে একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও বাস্তবসম্মত পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং একটি প্রাতিষ্ঠানিক মাধ্যমে অর্থ ব্যয়সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি বহু পুরোনো। "চলনবিল" উন্নয়নে উল্লেখযোগ্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হলে এর মাধ্যমে "চলনবিল" উন্নয়নের লক্ষ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।যথাযথ নীতিগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে "চলনবিল" এলাকার উন্নয়ন করা হলে তা যেমন এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে তেমনি জাতীয় উন্নয়নেও তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অামাদের "হাবলাসারি" বিলের "পাবদা".!!!


​বলাসারি" বিলের "পাবদা".!!!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


আমরা যারা বিল এলাকার মানুষ, তারা আজও উন্নত প্রযুক্তির সাথে পরিচিত নয়। বেকার সমস্যায় জর্জড়িত। কিন্তু আমাদের একটু সচেতনতা, একটু সাহায্যের মনোভাবই পারে এই এলাকার বেকার যুব সমাজকে বেকারত্বের কষাঘাত থেকে মুক্তি দিতে। বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে অনেক কর্মসূচীর ঘোষনা দিয়েছে, কিন্তু আমাদের এলাকার যুব সমাজ আজও সেই সব কর্মসূচীর সুফল পেতে শুরু করেনি। আমাদের মধ্যে দুই একজন ব্যাক্তিগত উদ্যোগে এগিয়ে এলেও জনসচেতনতার অভাবে ইচ্ছে থাকা সত্বেও মানুষের মাঝে পৌছে দিতে পারছে না প্রযুক্তির জ্ঞান। অথচ আমাদের সুযোগ রয়েছে ফ্রিল্যান্সিং করে গড়ে ২৫০০ ডলার বা ১৯৭৫০০ টাকা মাসিক উপার্জনের। তাই এক্ষেত্রে প্রযুক্তিতে এগিয়ে থাকা মানুষগুলির সাহায্য একান্ত দরকার, সেই সাথে দরকার জনসচেতনতা। তাই গ্রুপের সকলের কাছে অনুরোধ করছি সবাই নিজের সাধ্যমত এগিয়ে আসুন, আপনার কল্যাণে অন্তত একজন মানুষও যদি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায় বেচে যাবে একটি পরিবার। আর আপনার নিজের কাছেও অনেক ভাল লাগবে এই ভেবে যে অন্তত একজনের জন্য হলেও আপনি কিছু করেছেন।